বনানী-টঙ্গী ট্রাফিক সিগন্যাল থাকবে না
রাজধানীর বনানী থেকে টঙ্গীর চেরাগ আলী পর্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কের যানজট দূর করতে একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছে ডিএনসিসি। সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে এ পাইলট প্রকল্পের মাধ্যমে ট্রাফিক সিগন্যাল উঠিয়ে দিয়ে প্রাথমিকভাবে বনানী-কাকলী, এয়ারপোর্ট, উত্তরার জসীমউদ্দীন সড়ক ও আবদুল্লাহপুরের ট্রাফিক মোড়ে চারটি ইউলুপ নির্মাণ করা হবে।
যানজট নিরসনে কর্মপদ্ধতি নির্ধারণে গতকাল শনিবার উত্তরার জসীমউদ্দীন সড়ক পরিদর্শন শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক এসব কথা জানান। মেয়র বলেন, পরবর্তী সময়ে গুলশান-১, হাতিরঝিলের সাতরাস্তা সড়ক, বিজয় সরণি, সোনারগাঁও মোড়সহ আরো বেশ কয়েকটি স্থানে ইউলুপ স্থাপন করা হবে। খুব অল্প কয়েক দিনের মধ্যেই প্রকল্পের কাজ শুরু হবে।
এ প্রকল্প বাস্তবায়িত হলে মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের প্রয়োজন হবে না বলেও জানান তিনি। আনিসুল হক আরো বলেন, উল্লিখিত সড়কে ট্রাফিক সমস্যা প্রকট আকার ধারণ করেছে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও ট্রাফিক সিগন্যাল পার হওয়া যায় না। প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরবাসীকে দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকতে হবে না বলে আমরা আশা করছি।
প্রাথমিকভাবে হাতে নেওয়া প্রকল্পটি আশানুরূপ হলে পরবর্তী সময়ে রাজধানীর বেশ কিছু সড়কে ইউলুপ স্থাপন করা হবে। আর যদি কোনো কারণে সফলতা পাওয়া না যায়, তাহলে আগের অবস্থায় ফিরে যাব বলেও উল্লেখ করেন তিনি।
আরএস/এমএস