পুতিন-বার্লুসকোনিকে ওয়াইন পান করানোতে মামলা


প্রকাশিত: ০৩:৫২ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৫

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সাবেক ইতালীয় প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনিকে ক্রাইমিয়ায় ২৪০ বছরের পুরোনো এক বোতল ওয়াইন পান করানোর পর ওই মদের কারখানার পরিচালকের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে ইউক্রেন।

ওই প্রাচীন ওয়াইনের বোতলটির বাজার মূল্য ছিল ৯০ হাজার ডলারেরও বেশি বলে দাবি করছে ইউক্রেনের কৌঁসুলিরা। তবে সমস্যা হলো- যেখানে এই ঘটনাটি ঘটেছে, ক্রাইমিয়ার সেই মাসান্ড্রা ওয়াইনারি এখন আর ইউক্রেন সরকারের সম্পত্তি নয়। ২০১৪ সালের মার্চ থেকেই ক্রাইমিয়া রাশিয়ার দখলে। সেখানে ইউক্রেনের আইন এখন অচল।

গত সপ্তাহে ভ্লাদিমির পুতিন ও সিলভিও বার্লুসকোনি ক্রাইমিয়ার অবকাশ যাপনে গিয়ে সেখানকার প্রাচীন নিদর্শন দেখতে বের হন। এর এক পর্যায়ে তারা ক্রাইমিয়ার বিশ্বখ্যাত ওয়াইন উৎপাদনকারী মাসান্ড্রাতে যান। সেখানে বহু বছরের পুরোনো ধূলোয়-ঢাকা ওয়াইনের বোতলের সংগ্রহ তাদের দেখান ওয়াইনারির প্রধান ইয়ানিনা পাভলেংকো। এক সময় ১৭৭৫ সালের একটি পুরোনো বোতলের দিকে ইঙ্গিত করে বার্লুসকোনি ইংরেজিতে প্রশ্ন করেন - `এটা কি পান করা সম্ভব?` `হ্যাঁ` - জবাব দেন পাভলেংকো।

একজন প্রত্যক্ষদর্শী জানান, এর পর মিজ পাভলেংকো বোতলটির ছিপি খোলেন। তার পর বোতলটির কি হয়েছে তা স্পষ্ট জানা যায়নি, তবে ওই ওয়াইন খেয়ে ফেলা হয়েছে বলেই ধারণা করা হয়।

ইউক্রেনের কৌসুলিরা বলছেন, তারা এই ঘটনার সংবাদচিত্র রুশ টেলিভিশনে দেখার পর মিজ পাভলেংকোর বিরুদ্ধে সম্পদ তছরুপের মামলা করতে যাচ্ছেন। কারণ এটি ছিল পাঁচ বোতল দুষ্প্রাপ্য ওয়াইনের এক সংগ্রহের অংশ - যা শুধু মাসান্ড্রা বা ক্রাইমিয়াই নয়, বরং ইউক্রেনের জনগণের ঐতিহ্যের অংশ।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।