ট্রেনে বসা নিয়ে ঝামেলা, কামড় দিয়ে ছিঁড়ে নিলেন আঙুল
ট্রেনে ভিড় ছিল। দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। তাই অন্য যাত্রীদের অসুবিধা হচ্ছিল। সেই থেকে ঝামেলার শুরু। ঝামেলা বাড়তে বাড়তে এক পর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। তারপরই ঘটে এক ভয়ানক কাণ্ড। সহযাত্রীর তর্জনী আঙুল কামড়ে ছিঁড়ে নিলেন অপর যাত্রী।
মুম্বইয়ের দাদর স্টেশন থেকে ৩৪ বছর বয়সী মহেশ পান্ডুরাং ধুমরে ট্রেনে উঠেছিলেন। উঠেই কয়েকজন বন্ধুর সঙ্গে কামরার দরজার সামনে দাঁড়ান। ফলে অন্য যাত্রীদের উঠতে-নামতে অসুবিধা হচ্ছিল। ইতোমধ্যে ২৫ বছরের ইউসুফ শেখ ওই কামরায় ওঠেন কুরলা স্টেশন থেকে।
কিছুক্ষণের মধ্যেই মহেশের সঙ্গে বচসায় জড়ান ইউসুফ। কথা কাটাকাটির এক পর্যায়ে মহেশের শার্টের কলার ধরে টানতে শুরু করেন ইউসুফ। তাতে মহেশের জামার বেশ কয়েকটি বোতামও ছিঁড়ে যায়। ব্যস তাতেই চটে গিয়ে ইউসুফকে গলা ধাক্কা দিতে শুরু করেন মহেশ।
এমন সময় উত্তেজিত ইউসুফ মহেশের ডান হাতের তর্জনী আঙুলে কামড় দেন। কয়েক সেকেন্ডের মধ্যেই মহেশের আঙুলের কিছুটা অংশ ছিঁড়ে চলে যায় ইউসুফের মুখে। এমন নৃশংস ঘটনার আকস্মিকতায় অন্য যাত্রীরা সন্ত্রস্ত হয়ে পড়েন।
আঙুল ছিঁড়েও শান্ত হননি ইউসুফ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এরপর মহেশকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেল দেয়ার চেষ্টাও করেন ইউসুফ। তা দেখে অন্য যাত্রীরা রেলওয়ে পুলিশকে (জিআরপি) খবর দেন। পরে থানে স্টেশনে ইউসুফকে গ্রেফতার করে জিআরপি।
আহত মহেশকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার আঙুলে অপারেশন হয়েছে। জানা গেছে, মহেশের আঙুলের বেশ কিছুটা অংশ কামড়ে ছিঁড়ে নিয়েছিলেন ইউসুফ। এ নিয়ে কোনো মামলা হয়েছে কিনা তা জানা যায়নি।
এসএ/এমএস