আয়কর মেলা : বর্ধিত সময়ে নেই গ্রাহক সাড়া


প্রকাশিত: ০২:০৫ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫

বেশি সেবা দেওয়ার লক্ষ্যে আয়কর মেলায় ছুটির দিনে তিন ঘণ্টা সময় বাড়ালেও নেই করদাতাদের সাড়া। শনিবার সন্ধ্যায় রাজধানীর অফির্সাস ক্লাবে জাতীয় আয়কর মেলায় বিভিন্ন বুথ ঘুরে এমন চিত্র দেখা গেছে। এ সময় সেবার বুথগুলো অনেকটা ফাঁকা দেখা গেছে।

সরকারি ও বেসরকারি চাকুরিজীবীদের সুবিধার্থে শনিবার আয়কর মেলা তিন ঘণ্টা বাড়িয়ে বিকাল ৫টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত নির্ধারণ করে এনবিআর।
 
গ্রাহক উপস্থিতি কম বিষয়ে মেলা কর্তৃপক্ষ বলছেন, হঠাৎ করে বৃষ্টি আসায় মেলায় করদাতাদের উপস্থিতি কিছুটা কম। এছাড়া কোরবানি ঈদের কারণে মানুষ গ্রামের বাড়ি যাওয়া আর পশু কেনাকাটায় ব্যস্ত। সার্বিকভাবে মেলা অতিরিক্ত ৩ ঘণ্টা বৃদ্ধি করলেও কাঙ্খিত সাড়া মিলছে না।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক বুথকর্মী জানান, দুই ঘণ্টা কোনো গ্রাহক নেই তবুও আমাদের বসিয়ে রেখেছে মেলা কর্তৃপক্ষ। এর কোনো মানে আছে। তাদের ভেবে চিন্তে সিন্ধান্ত নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
 
এদিকে সন্ধ্যায় ‘আয়কর প্রদান বিষয়ে জনগণকে উদ্ধুদ্ধকরণ’ শীর্ষক সোস্যাল মিডিয়া সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহায়তায় প্রথমবারের মতো এ সংলাপ সন্ধ্যায় শুরু হয়েছে।

এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শিক্ষাবিদ প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী, বেসিস সভাপতি শামীম আহসান, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী, তথ্য সচিব মরতুজা আহমাদ, আইসিটি এক্সপার্ট মোস্তফা জব্বার প্রমুখ।

সংলাপটি সোস্যাল মিডিয়া ইউটিউব’র www.youtube.com/watch?fair এ লিংকে সরাসরি দেখা যাবে।

রাজধানীর আয়কর মেলায় করদাতাদের সেবা প্রদানের লক্ষ্যে ১৭২টি বুথ ও ৫৬টি হেল্পডেস্ক রয়েছে। মেলায় করদাতারা আয়কর বিবরণী জমা দেওয়াসহ বিভিন্ন ধরনের সেবাপ্রদান করা হচ্ছে। ই-টিআইএন নিবন্ধন এবং পুনঃনিবন্ধন সুবিধাসহ আয়কর বিবরণী, ই-টিআইএন আবেদন ফরম এবং চালান ফরম বুথ থেকে সরবরাহ করা হচ্ছে। মেলায় করদাতারা তাদের ২০১৫-১৬ কর বর্ষের আয়কর রির্টান জমা দিতে পারবেন।
 
উল্লেখ্য, করদাতাদের উৎসাহিত করতে ২০০৮ সাল থেকে এ মেলার আয়োজন করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
 
এসআই/এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।