৫ম পুঁজিবাজার মেলার লোগো উন্মোচন
পঞ্চম পুঁজিবাজার মেলার লোগো উন্মোচন করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। শনিবার চট্টগ্রামে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে মেলার লোগো উন্মোচন করেন সিএসই’র পরিচালক ও মেলা অরগানাইজিং টিমের আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন। অনুষ্ঠানে মেলার লোগোর পাশাপাশি সিএসই’র ২০ বছর পূর্তির লোগোও উন্মোচন করা হয়।
এসময় সিএসই’র পরিচালক নাসির উদ্দিন চৌধুরী, মো. শামসুল ইসলাম, ট্রেক হোল্ডার মো. শওকত আলী তালুকদার, ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল-মারূফ মতিনসহ সিএসই’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী ৮ ও ৯ অক্টোবর চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে পুঁজিবাজার মেলা। স্টক ব্রোকার ও ডিলার, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তালিকাভুক্ত কোম্পানি-যেমন ব্যাংক, এনবিএফআই, বীমা কোম্পানি এবং মিউচুয়্যাল ফান্ডসমূহ, অন্যান্য সেবা ও উৎপাদনভিত্তিক কোম্পানি, যেমন, বস্ত্রশিল্প, ঔষধ ও রসায়ন, খাদ্য ও আনুষঙ্গিক, সিমেন্ট, প্রকৌশল, চামড়াশিল্প, কাগজ ও মুদ্রণ, জ্বালানি এবং আইসিটি ও টেলিকমিউনিকেশন কোম্পানি এই মেলায় অংশ গ্রহণ করবে।
এসআই/এএএইচ