ঠাকুরগাঁওয়ে বেতার শিল্পীদের মানববন্ধন


প্রকাশিত: ০৫:১১ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫

বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের সকল শিল্পীদের সন্মানী বৃদ্ধি ও বেতারে কর্মরত অনিয়মিত যন্ত্রবাদক শিল্পীদের চাকরি স্থায়ীকরনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার দুপুর ১২টায় অনিয়মিত যন্ত্রবাদক শিল্পী সংস্থার ব্যানারে শহরের চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বেতারের শিল্পীসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন, অনিয়মিত যন্ত্রবাদক শিল্পী সংস্থার সভাপতি মুসা রাখাল, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সাধারণ সম্পাদক পার্থ সারথী দাস, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সেতারা বেগমসহ অনেকে।

এসময় বক্তারা বলেন, সর্বক্ষেত্রে বর্তমান সরকার আন্তরিক তাই আমরা আশা করছি আমাদের দাবি মানা হবে।

রবিউল এহসান রিপন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।