কম দামে স্যামসাংয়ের নতুন ফোন


প্রকাশিত: ০৪:২৫ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫

কম দামে নতুন একটি ফোন ভারতের বাজারে আনার ঘোষণা দিয়েছে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ইতোমধ্যে ভারতের অনলাইন বেচাকেনার ওয়েবসাইটগুলোতে এই ফোনটি নিবন্ধিত হয়েছে। নতুন ফোনটির মডেল গ্যালাক্সি কোর প্রাইম ভিই।

এন্ট্রি লেভেলের স্যামসাংয়ের নতুন ফোনটি অ্যানড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেম চালিত। ফোনটিতে থাকছে ডুয়েল সিম সুবিধা। ৪.৫ ইঞ্চির ডব্লিউভিজিএ টিএফটি টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে ফোনটিতে। ফোনটিতে ১.২ গিগাহার্টজের কোয়াডকোর প্রসেসর এবং ১ জিবি র‌্যাম আছে।

স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, ফোনটির আয়তন ১৩০.৮x৬৭.৯x৮.৮ মিলিমিটার। বিল্টইন মেমোরি ৮ জিবি রয়েছে। এছাড়া মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানো যাবে।

ভারতের বাজারে ফোনটির মূল্য ৮ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের বাজারেও ফোনটি ১২ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, বর্তমানে স্যামসাং ভারতের স্মার্টফোন বাজারের ৪০ শতাংশ জায়গা দখল করে আছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।