হোয়াইট হাউসে আবারও অনুপ্রবেশ


প্রকাশিত: ০৬:৪৩ এএম, ২৩ অক্টোবর ২০১৪

মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় ও বাসভবন হোয়াইট হাউসে আবারও অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। বুধবার এক ব্যক্তি অবৈধভাবে বেড়া টপকে সেখানে প্রবেশ করে। এ ঘটনার পর প্রায় ৯০ মিনিট হোয়াইট হাউসে সকল ধরনের প্রবেশ বন্ধ রাখা হয়।

অনুপ্রবেশকারী ম্যারিল্যান্ডের বেল এয়ারের বাসিন্দা ডমিনিক অ্যাডেসানিয়াকে (২৩) গ্রেফতার করা হয়েছে। এসময় তার সঙ্গে কোনও ধরনের অস্ত্র ছিল না।

হোয়াইট হাউস সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ওই ব্যক্তি নিরাপত্ত বেষ্টনির বেড়া টপকে প্রবেশ করে। এরপর রাত ৯টা পর্যন্ত হোয়াইট হাউসে সকল ধরনের প্রবেশ নিষিদ্ধ ছিল।

হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, নিরাপত্তায় নিয়োজিত কুকুরগুলো ওই অনুপ্রবেশকারীকে ধরে ফেলে। এর আগে ১৯ সেপ্টেম্বর ছুরি নিয়ে হোয়াইট হাউসে এক ব্যক্তি অনুপ্রবেশ করেছিল। -আলজাজিরা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।