কঙ্গোয় ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৯ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯

কেন্দ্রীয় আফ্রিকার দেশ কঙ্গোতে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ৫০ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে। দেশটির স্টিভ বিকায়ি নামের এক মন্ত্রী এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই টুইট বার্তায় তিনি বলেন, আরও একটি বিপর্যয়! স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত তিনটার দিকে তানগানিকা প্রদেশে ট্রেন দুর্ঘটনায় ৫০ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

কঙ্গোতে রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থা খুবই নাজুক। বেশিরভাগ ট্রেনই অনেক পুরনো। এর মধ্যে কিছু রয়েছে ১৯৬০ সালের। পুরনো যন্ত্রপাতির কারণে প্রায়ই দুর্ঘটনা কবলিত হচ্ছে ট্রেন।

এর আগে গত মার্চে অবৈধভাবে যাত্রী পরিবহনের সময় একটি মালবাহী ট্রেন দুর্ঘটনা কবলিত হয়ে কমপক্ষে ২৪ জন নিহত এবং আরও ৩১ জন আহত হয়।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।