জাকির জাফরানের পথ দেখাও বন্ধু


প্রকাশিত: ০৫:৫৬ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫

জাকির জাফরানকে কবি হিসাবেই চেনেন সবাই। একসময় ছোট কাগজ সম্পাদনা করেছেন, লিখেছেন ছোট কাগজে। প্রকাশিত কাব্যগ্রন্থ একাধিক। অনুবাদও করেছেন বিদেশি সাহিত্য।

সম্প্রতি তিনি একটি বাউল গানের অ্যালবাম প্রকাশ করেছেন। রাজধানীর এক রেষ্টুরেন্টে তার গাওয়া লোক গানের অ্যালবাম ‘পথ দেখাও বন্ধু’র মোড়ক উম্মোচন করেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।  

ইবরার টিপুর সংগীতায়োজনে প্রকাশিত অ্যালবামটিতে গান আছে ১০টি। এর মধ্যে আছে জনপ্রিয় ও বরেণ্য সংগীতকার শাহ আবদুল করিম, বিজয় সরকার ও আরকুম শাহের গান। এ ছাড়া তরুণ গীতিকার চন্দন চৌধুরী, মনিরুজ্জামান মিন্টু এবং মামুনের লেখা গানও গেয়েছেন শিল্পী।

সম্প্রতি ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশিত এই অ্যালবাম থেকে একটি গানের গল্প-নির্ভর ভিডিও তৈরি হয়েছে। বাউল সাধক ফকির আরকুম শাহর লেখা গানের শিরোনম ‘সোনারও পিঞ্জিরা আমার’।

স্বপ্নসিঁড়ি অডিও ভিজ্যুয়ালের তত্বাবধানে সম্প্রতি কিশোরগঞ্জের একটি হাওরে গানটির চিত্রায়ন সম্পন্ন হয়েছে। চলছে সম্পাদনার কাজ। শিগগির বিভিন্ন টেলিভিশনে গানটি প্রচার হবে বলে জানিয়েছে নির্মাতা পরিবার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী জাকির জাফরান একজন সরকারি কর্মকর্তা।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।