অগ্রণী ব্যাংকে ডাকাতির ঘটনায় দুটি তদন্ত কমিটি


প্রকাশিত: ০৫:৪৮ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫
ফাইল ছবি

যশোরের রাজারহাটে অগ্রণী ব্যাংকে ২১ লাখ টাকা ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে ব্যাংকের শাখা ব্যবস্থাপক নারায়ণ চন্দ্র পাল বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় অজ্ঞাত ১০/১২ জনের নামে মামলা করেছেন। একই সঙ্গে ঘটনায় স্থানীয় ও কেন্দ্রীয় দুটি তদন্ত কমিটি গঠন করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

যশোর কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী জাগো নিউজকে জানান, ব্যাংক ডাকাতির ঘটনায় শুক্রবার রাতে যশোর কোতয়ালি থানায় অজ্ঞাত ১০/১২ জনের নামে মামলা দায়ের করেছেন অগ্রণী ব্যাংক রাজারহাট শাখার ব্যবস্থাপক নারায়ণ চন্দ্র পাল। এ ঘটনায় নৈশকালীন প্রহরার দায়িত্বে থাকা দুই আনসার সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

অপরদিকে ডাকাতির ঘটনা তদন্তে অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ দুটি কমিটি গঠন করেছে। উপ-মহাব্যবস্থাপক ওয়াহিদুজ্জামানকে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ও সহকারী মহাব্যবস্থাপক মৃণাল কান্তি বকসিকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট স্থানীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ ও ব্যাংক সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ৫/৬ জনের একদল ডাকাত মুখোশ পরে ব্যাংকে হানা দেয়। এ সময় তারা ব্যাংকে নৈশকালীন দায়িত্বে থাকা দুই আনসার সদস্য বিশ্বজিৎ ও সাইদুলকে বেঁধে ফেলে। এরপর গ্যাস কাটার দিয়ে জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢুকে গ্যাস কাটার দিয়ে ব্যাংকের ভল্ট কেটে ফেলে। ভল্টের মধ্যে থাকা ২১ লাখ ৮ হাজার টাকা লুট করে ডাকাত দল পালিয়ে যায়।

শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জাগো নিউজকে জানান, ডাকাতরা পরিকল্পিতভাবে ব্যাংকে হানা দিয়ে ভল্ট কেটে ২১ লাখ টাকা নিয়ে গেছে। পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল পরিদর্শন এবং আলামত পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।
 
মিলন রহমান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।