কোচ হচ্ছেন ব্র্যাড হাডিন
কোচিং পেশায় নাম লেখাচ্ছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক উইকেটরক্ষক ব্র্যাড হাডিন। দলটির প্রধান কোচ ড্যারেন লেহম্যান জানিয়েছেন অস্ট্রেলিয়ার আগামী প্রজন্মের ক্রিকেটোরদের কোচিং করাবেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসর নেয়া হাডিন। ক্যারিয়ারে ৬৬ টেস্টে ৩২ দশমিক ৯৮ গড়ে মোট ৩২৬৬ রান এবং ২৬২টি ক্যাচ নেয়া ৩৭ বছর বয়সী হাডিন হত সপ্তাহে অবসর ঘোষণা করেন।
এডিলেডের একটি রেডিও স্টেশনকে লেহম্যান বলেন, ‘ক্রিকেটে এমন মেধা হারানোর সামর্থ্য আমাদের নেই। ভবিষ্যত প্রজন্মের জন্য তার মেধা আমাদের দরকার, যা তাদেরকে ভাল অবস্থায় পৌঁছে দেবে। তিনি বিভিন্ন দলকে কোচিং করাবেন। নিউ সাউথ ওয়ালস ছাড়াও আমরা অস্ট্রেলিয়া অনুর্ধ ১৯ এবং ১৭ দলের সঙ্গে তাকে যুক্ত করতে চাই। এছাড়া মাঝে মাঝে অস্ট্রেলিয়া জাতীয় দলের সফরেও আমি তাকে নিয়ে যেতে পারি। আগামী প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা তার জীবন ও ক্যারিয়ারের জন্য এক বড় অধ্যায়। আমরা যা শুরু করেছি তার জন্য তিনি সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি।’
ইংল্যান্ডে ৩-২ ব্যবধানে অ্যাশেজ সিরিজ হারার পরই সতীর্থ সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক, অলরাউন্ডার শেন ওয়াটসন এবং ওপেনিং ব্যাটসম্যান ক্রিস রজার্সের পদাঙ্ক অনুসরণ করে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন হাডিন। দীর্ঘ দিনের হাঁটুর ইনজুরির কারণে অ্যাশেজ সিরিজের আগ মুহূর্তে পেসার রায়ান হ্যারিসও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন।
নতুন অধিনায়ক স্টিভেন স্মিথের নেতৃত্বে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া।
আরএস