সেলফি তুলতে গিয়ে তাজমহলে পর্যটকের মৃত্যু


প্রকাশিত: ০৮:১৪ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫

তাজমহলের সামনে ‘সেলফি’ তুলতে গিয়ে সিঁড়ি থেকে পা পিছলে এক জাপানি পর্যটকের মৃত্যু হয়েছে। সাগর সিং নামে এক প্রত্যক্ষদর্শী জানান, তাজমহলের রয়্যাল গেটে সেলফি তুলতে গিয়ে এই পর্যটক পড়ে যান।

পুলিশ জানায়, এই পর্যটক পড়ে যাওয়ার পরই মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে যান। পরে তিনি হাসপাতালে মারা যান।

আগ্রার পর্যটক পুলিশ জানায়, ঘটনার সময় এই জাপানি পর্যটকের সঙ্গে আরো তিনজন ছিলেন। তাদের একজনও এই একই দুর্ঘটনায় পায়ে আঘাত পান।

সেলফি তুলতে গিয়ে মৃত্যুর ঘটনা এটাই প্রথম নয়। গত অগাস্টে স্পেনে এক লোক বার্ষিক ষাঁড়ের লড়াইয়ের সময় সেলফি তুলতে গিয়ে ষাঁড়ের শিং এর আঘাতে ক্ষত-বিক্ষত হয়ে মারা যায়।

রুশ সরকার এবছরের শুরুতে এক প্রচারণা শুরু করে তরুণরা যেন ঝুঁকিপূর্ণ এলাকায় সেলফি তোলার সময় সাবধানতা অবলম্বন করে। -বিবিসি

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।