আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ


প্রকাশিত: ০৩:১১ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের পাঁচ নম্বর ইউনিটের সিটি ট্রান্সফরমারে শর্টসার্কিটের কারণে বিস্ফোরিত হয়ে আগুন লেগে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম পাঁচ নম্বর ইউনিটসহ বেসরকারি চারটি কুইক রেন্টাল ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। শুক্রবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে রাত সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, রাতে হঠাৎ করে পাঁচ নম্বর ইউনিটের সিটি ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়। এ ঘটানর পরপরই পাঁচ নম্বর ইউনিটসহ বেসরকারি চারটি কুইক রেন্টাল ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।

তিনি আরো জানান, বন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলোর উৎপাদন চালু করার চেষ্টা চলছে।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।