নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ১১, সাজা ৪


প্রকাশিত: ০১:১৬ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫

কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে রাজধানীর আটটি কেন্দ্র থেকে ১১ জনকে আটক করা হয়েছে। পরে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর মো. আজিম পরিচালিত ভ্রাম্যমান আদালত আটক ১১ জনের মধ্যে চারজনকে এক বছর করে কারাদণ্ড, ও সাতজনকে সর্তক করেন।   

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু বকর সিদ্দীক জানান, কৃষি ব্যাংকের নিয়োগ পরীক্ষায় তারা প্রক্সি(আরেকজনের পরীক্ষা দিতে এসেছিল) দিতে এসেছিল। আটকের পর ভ্রাম্যমান আদালত তাদের শাস্তি দেয়।
 
এক বছর করে কারাদণ্ড প্রাপ্তরা হলেন- অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ থেকে আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিপন হোসেন, বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ থেকে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র মাওদুদ আহমে ও ঢাকা কলেজের ইসমাইল হোসেন নয়ন এবং ধানমন্ডি গর্ভনমেন্ট কলেজ থেকে আটক আব্দুল কাইয়ুম।

জেইউ/এমএইচ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।