নেতাজির ৬৪টি নথি প্রকাশ
ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসু বিষয়ক ৬৪টি গোপন নথি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার নথিগুলো প্রথমে নেতাজির পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া কলকাতা পুলিশ জাদুঘরেও রাখা হয়েছে।খবর টাইমস অব ইনডিয়া।
প্রতিবেদনে কলকাতা পুলিশ কমিশনারের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ১২৭৪৪ পৃষ্ঠার ৬৪টি নথি ডিজিটালাইজড করা হয়েছে এবং মূল নথিগুলো পুলিশ জাদুঘরে রাখা হয়েছে। পুলিশ জাদুঘরে সপ্তাহে প্রতি সোমবার দর্শনার্থীরা নথিগুলো দেখতে পাবেন।
ধারণা করা হচ্ছে, নথিগুলো থেকে নেতাজির মৃত্যু সম্পর্কিত বিষয়ে অনেক কিছুই জানা যাবে।
মার্কিন এক গোয়েন্দা প্রতিবেদন দাবি করেছিল, নেতাজি সুভাষ চন্দ্র বসু তাইওয়ানে বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার খবরের ১৯ বছর পরও সম্ভবত ১৯৬৪ সাল পর্যন্ত বেঁচে ছিলেন। তখন তার বয়স হয়েছিল ৬৭ বছর।
এএইচ/পিআর