সৌদি হাসপাতালে মর্টার হামলা : দুই বাংলাদেশিসহ নিহত ৩


প্রকাশিত: ১১:৪৮ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫

সৌদি আরবের সীমান্তবর্তী এলাকার একটি হাসপাতালে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মর্টার হামলায় দুই বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন।  

শুক্রবার স্থানীয় সময় সকালে ইয়েমেন সীমান্ত সংলগ্ন সৌদি আরবের জিজান এলাকার সামতাহ জেনারেল হাসপাতালে এই হামলার ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশিরা হলেন- টাঙ্গাইলের নুরু ও ব্রাহ্মণবাড়িয়ার বাতেন। তারা ওই হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। অপরজনের পরিচয় এখনো জানা যায় নি। বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় হুতি বিদ্রোহীরা গত ফেব্রুয়ারিতে সরকার উৎখাত করে রাজধানী সানা দখল করে নেয়ার পর থেকেই দেশটিতে অরাজক পরিস্থিতি চলছে। ইতোমধ্যে সেখান থেকে বিদেশিদের সরিয়ে নেওয়া হয়েছে।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।