ফ্লাইটে হঠাৎ অসুস্থ, হাসপাতালে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪২ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৯

উড়োজাহাজে যাত্রাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। সঙ্গে সঙ্গে ফ্লাইট ফিরিয়ে নেয়া হয় বিমানবন্দরে। এরপর যাত্রীকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানে পরীক্ষা করে চিকিৎসক ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন।

রোববার ভারতের বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে ভূবনেশ্বর-কলকাতা স্পাইস জেটের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অশোক কুমার শর্মা (৪৮) নামে এক যাত্রী শ্বাসকষ্টের কথা জানানোর সঙ্গে সঙ্গেই ফ্লাইটটিকে ভূবনেশ্বরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

পরে দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা রয়েছে।

জানা গেছে, ওই যাত্রী অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে স্পাইস জেটের বিমান ৬২৩-কে সকাল ১১টা ১৫ মিনিটে নামিয়ে আনা হয়।

এরপরই তাকে প্রথমে বিমানবন্দরের চিকিৎসাকেন্দ্রে ও পরে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।