নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবি


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫

তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো এবং শ্রমিক কর্মচারীদের ৩০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহ্যসীমা অতিক্রম করেছে। সব কিছুর দর ঊর্ধ্বমুখি এতে মানুষের জীবন ধারণ কষ্টের সম্মুখীন। দ্রব্যমূল্যের সাথে সংগতি রেখে শ্রমিক কর্মচারীদের মজুরি নির্ধারণ করে  ৩০ শতাংশ মহার্ঘ ভাতা দিতে হবে।

বক্তারা আরো বলেন, বর্তমানে সবকিছুর মূল্য বৃদ্ধির ফলে কৃষিতে সেচ কার্যক্রম মুখ থুবড়ে পড়বে, পরিবহণ ভাড়া বাড়বে, সাধারণ মানুষের জীবন যাত্রার ব্যয়ভার বাড়বে। সীমিত আয়ের মানুষের জীবন নির্বাহ আরো কঠিন হয়ে পড়বে।’

তারা বলেন, ‘বর্তমান মহাজোট সরকার বিদ্যুতের দাম ২ দশমিক ৯৩ শতাংশ এবং গ্যাসের দাম এক লাফে ২৬ দশমিক ৯৯ শতাংশ বাড়িয়েছে। বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশ সরকার জনগণের তোয়াক্কা না করে ৭ম বারের মতো তেল ও গ্যাসের দাম বাড়ালো।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- শ্রমিকনেতা শাহ মো. আবু জাফর, ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, শ্রমিকনেতা সাহাবুদ্দিন, মাস্টার মোখলেছুর রহমান প্রমুখ।

আএসএস/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।