এভাবে কোনো স্বাধীন রাষ্ট্র চলতে পারে না


প্রকাশিত: ০৭:৫৪ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫

দেশে জনগণের কথা বলার অধিকার নেই গণমাধ্যেমের স্বাধীনতা নেই এভাবে কোনো স্বাধীন রাষ্ট্র চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি আয়োজিত বিশিষ্ট রাজনীতিবিদ প্রয়াত কাজী জাফরের স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

সরকারকে উদ্দেশ্য করে শাহ মোয়াজ্জেম বলেন, রক্তের হোলি খেলা বন্ধ করুন, এই খেলা করে বিভিন্ন ভাবে অর্থ কামিয়ে দেশ বিদেশে কোথায় আপনার সম্পদ লুকিয়ে রাখছেন তা জনগণ হিসাব রাখছে। এর জবাব একদিন আপনাদেরকে দিতে হবে।

খালেদা জিয়া তারেক রহমানকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে সরকার মন্তব্য করে  তিনি বলেন, তাদের এ ষড়যন্ত্র সফল হবে না। খালেদা জিয়ার নেতৃত্বেই আগামী দিনের আন্দোলনে গণতন্ত্র পুনঃরুদ্ধার হবে।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে স্মরণসভায় আরো বক্তব্য রাখেন যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ  রহমতুল্লাহ,  সাবেক এমপি হেলেন জেরিন খান প্রমুখ।

এএস/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।