হাসপাতালে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান
হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার রাতে তাকে ভর্তি করার পর চিকিৎসক তার এনজওিগ্রাম করান।
বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অনিল মিশ্র জানিয়েছেন, ডালমিয়ার বাঁ-দিকের ধমনীতে একাধিক ব্লট অর্থাৎ রক্ত জমাট বেঁধে ছিল। সেগুলি সরানো গেছে। তার অবস্থা আপাতত স্থিতিশীল। তবে তাকে অন্তত তিন থেকে চার দিন পর্যবেক্ষণে রাখা হবে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত পঁচাত্তর বছর বয়সী ডালমিয়া নিজের অফিসে ছিলেন। এ দিন দুপুরে তিনি একটি বৈঠক করেন। যেখানে কোমল পানীয় পান করার পর থেকে কাশি শুরু হয়। অস্বাভাবিক রকমের ঘামও হচ্ছিল। অসুস্থ বোধ করায় সেই সময় সব কাজ বন্ধ রেখে সামান্য বিশ্রামও নেন ডালমিয়া। কিন্তু অস্বস্তি না কমায় সন্ধ্যায় বাড়ি চলে যান। বাড়িতে ফিরে অসুস্থতা বাড়তে থাকে। কয়েক বার বমিও হয়।পরে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ন`টা নাগাদ ভর্তি করা হয়।
এসকেডি/এমএস