পাঞ্জাবে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১৭
ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুরে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস এক অনলাইন প্রতিবেদনে জানিয়েছে বুধবার বিকেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দেশটির আরেক সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আতশবাজি তৈরির ওই কারখানায় বিস্ফোরণের পর সেখানে আটকা রয়েছেন অন্তত ৫০ জন মানুষ। তাদের মধ্যে অনেকের হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে তারা।
গুরুদাসপুরের বাটলা এলাকায় ওই আতশবাজি তৈরির কারখানাটি অবস্থিত। বিস্ফোরণের পর আগুন নেভাতে ও ভেতরে আটক মানুষকে উদ্ধারে সেখানে হাজির হয়েছে দমকল বাহিনী বেশ কয়েকটি ইঞ্জিন। সরকারি কর্মকর্তারাও সেখানে উপস্থিত রয়েছেন।
পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেছেন, ‘বাটালায় আতশবাজি তৈরির একটি কারখানায় বিস্ফোরণে অনেকের নিহত হওয়ার খবর শোনার পর খুব খারাপ লাগছে। জেলা কালেক্টর এবং পুলিশের জ্যেষ্ঠ মহাপরিদর্শকের তত্ত্বাবধানে উদ্ধার অভিযান চলছে।’
Deeply anguished to learn of the loss of lives due to the blast in the firecracker factory in Batala. Rescue operations are underway with the DC & SSP heading the relief efforts.
— Capt.Amarinder Singh (@capt_amarinder) September 4, 2019
এসএ/এমকেএইচ