লন্ডনে ভারতীয় হাইকমিশনে জুতা-পাথর-ডিম নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৯

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের প্রতিবাদে লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনে ভাংচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। তারা হাইকমিশন লক্ষ্য করে জুতা, পাথর ও ডিম ইত্যাদি নিক্ষেপ করেছে তারা। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে।

কাশ্মীর ইস্যুতে লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনে এ নিয়ে দ্বিতীয়বার সহিংস প্রতিবাদী বিক্ষোভের ঘটনা ঘটলো। প্রথমবার হয়েছিল গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে। গত ৫ আগস্ট নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার কাশ্মীরকে দুভাগ করে বিশেষ মর্যাদা বাতিল করে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ট্যুডে জানিয়েছে, মঙ্গলবার বিক্ষোভকারীদের সহিংসতায় হাইকমিশনের জানালার কাচ ভেঙে গেছে এমনকি একটি জানালার গ্রিল ধসে পড়েছে। বিক্ষোভকারীদের হাতে ছিল পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের পতাকা এবং তারা স্বাধীনতার স্লোগান দিচ্ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভারতীয় হাইকমিশন এক টুইট বার্তায় লিখেছে, ‘আজ ৩ সেপ্টেম্বর লন্ডনের ভারতীয় হাইকমিশনে আরও একটি সহিংস বিক্ষোভের ঘটনা ঘটেছে। হাইকমিশন চত্বর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের কাচ ভেঙেছে।’ ভাঙা একটি জানালার ছবিও প্রকাশ করেছে তারা।

টাইমস অব ইন্ডিয়া বলছে, ‘কাশ্মীর ফ্রিডম মার্চ’ ব্যানারে গতকালের বিক্ষোভের নেতৃত্ব দেন যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির কয়েকজন এমপি। বিক্ষোভকারীদের হাতে ‘কাশ্মীরে গোলাগুলি বন্ধ কর’, ‘অবরোধ তুলে নাও’, ‘কাশ্মীরে জাতিসংঘের হস্তক্ষেপের সময় এসেছে’, ‘কাশ্মীরে যুদ্ধাপরাধ বন্ধ কর’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড ছিল।

ভারতীয় হাইকমিশনে গতকালের সহিংস বিক্ষোভের প্রতিবাদ করে নিন্দা জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। সহিংসতার ঘটনাকে অগ্রণযোগ্য অভিহিত করে তিনি বলেন, ‘আমি অগ্রহণযোগ্য এমন আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। এ বিষয় পদক্ষেপ নিতে লন্ডন পুলিশের সঙ্গে আলোচনা করবো আমি।’

যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ১০ হাজার ব্রিটিশ পাকিস্তানি এই বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভের একপর্যায়ে তারা ভারতীয় হাইকমিশনের জানালার কাচ ভেঙে ফেলেন। এ সময় সড়কে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সহিংস এই বিক্ষোভের ঘটনায় লন্ডন পুলিশ চার জনকে আটক করেছে। 

এসএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।