হিযবুত তাহরীরের সংগঠক অভি রিমান্ডে
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের রাজশাহী বিভাগের প্রধান সংগঠক মাহমুদুর রহমান অভির (২৬) সঙ্গে আইএসর যোগাযোগ ছিল। আর আইএসর আদলে বাংলাদেশে জঙ্গি সংগঠন গড়ে তোলার পরিকল্পনা নিয়ে অভি কাজ করছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার আটকের পর রাতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভি এসব কথা স্বীকার করেন।
বৃহস্পতিবার দুপুরে তার বিরুদ্ধে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক আনোয়ার আলী বাদী হয়ে আইসিটি আইনে মামলা দায়ের করেছেন।
এদিকে, মামলা দায়েরের পর তাকে নগরীর রাজপাড়া থানায় পাঠানো হয়। পরে রাজপাড়া থানা পুলিশ তাকে বিকেলে রাজশাহী চিফ মেট্রোপলিটন আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায়। শুনানি শেষে আদালতের বিচারক অভির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে। বর্তমানে তাকে আদালত থেকে রাজপাড়া থানায় নেয়া হয়েছে।
এ ব্যাপারে বিকেলে নগরীর রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জাগো নিউজকে জানান, বিকেলে অভিকে আদালতে হাজির করে সাত দিনের বিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ঘটনায় পিবিআইর অতিরিক্ত পুলিশ সুপার এনামুল কবীর জাগো নিউজকে জানান, গত ছয় মাস ধরে মাহমুদুর রহমান অভির ওপর নজরদারি রাখছিল তাদের বিশেষ আইসিটি ইউনিট। অভির জঙ্গি সংগঠন আইএসর সঙ্গেও যোগাযোগ আছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া ল্যাপটপ থেকে আইএসের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। তাকে আরো জিজ্ঞাসাবাদ করলে আরো গুরুত্বপূর্ণ তথ্য দিবে বলে জানান তিনি।
শাহরিয়ার অনতু/এআরএ/পিআর