অস্ত্র নিয়ে ভারতের সংসদে হামলার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৩৩ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৯

ভারতের সংসদ ভবনে অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করেছেন এক ব্যক্তি। প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তি ধর্ষক রাম রহিমের সমর্থক। সোমবার সকালে ধারাল অস্ত্র হাতে সংসদ ভবনে প্রবেশ করার চেষ্টা করেন ওই ব্যক্তি। পার্লামেন্ট থানার পুলিশ তাকে আটক করেছে। ঠিক কী কারণে অস্ত্র নিয়ে তিনি সংসদে হামলার চেষ্টা করেছেন তা এখনও স্পষ্ট নয়।

সোমবার সকালে ওই ব্যক্তি একটি বাইক নিয়ে হঠাৎ সংসদ ভবনে প্রবেশ করার চেষ্টা করেন বলে দিল্লি পুলিশ সূত্র জানিয়েছে। ওই ব্যক্তির কাছে একটি ধারাল ছুরি ছিল। অবশ্য সে সংসদ ভবনে প্রবেশ করে কারো ওপর হামলা করার আগেই তাকে আটকে দিয়েছে পুলিশ।

২০০১ সালে হামলার পর সংসদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হয়েছে সংসদ চত্বর। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পার্লামেন্ট থানার পুলিশ। ওই যুবক যে বাইকে করে এসেছিল, সেই বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ডেরা সাচ্চা সৌদার প্রাক্তন প্রধান তথা ধর্ষক বাবা রাম রহিমের সমর্থক ওই ব্যক্তি। দিল্লির লক্ষ্মীনগর এলাকার বাসিন্দা সে। তার নাম সাগর। রাম রহিমের বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ মিথ্যা বলে দাবি করছে সে। ধর্ষক রাম রহিমকে গ্রেফতার এবং তার জেল হওয়ার প্রতিবাদেই সংসদে ঢুকে বিক্ষোভ দেখাতে যাচ্ছিল সে। কিন্তু তার আগেই তাকে আটক করা সম্ভব হয়েছে।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।