যৌনকর্মীকে বিয়ের প্রস্তাব, রাজি না হওয়ায় পাঁচ টুকরো করে খুন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৯
ফাইল ছবি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক যৌনকর্মীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ৩২ বছরের এক যুবক। বিয়ে করতে রাজি না হওয়ায় ওই যৌনকর্মীকে খুন করে দেহ পাঁচ টুকরো করে ওই যুবক। নয়াদিল্লি পুলিশের বিশেষ শাখা ঘাতক ওই যুবককে গ্রেফতার করেছে বলে দেশটির একটি গণমাধ্যম জানিয়েছে।

দিল্লি পুলিশ বলছে, অভিযুক্ত ঘাতকের নাম মোহাম্মদ আইয়ুব। তিনি বিবাহিত ও তিন সন্তানের জনক। লতা ওরফে সালমা নামে এক যৌনকর্মীকে খুন করেন তিনি। দেহ ব্যবসার কাজ ছেড়ে বিয়ে করতে বলেছিলেন আইয়ুব। লতা রাজি না হওয়ায় তাকে খুন করেন এই যুবক।

বিজ্ঞাপন

২০০৮ সাল থেকে লতার সঙ্গে সম্পর্ক ছিল আইয়ুবের। লতার কাছেই বারবার যেতেন তিনি। এই দীর্ঘ সময়ে একাধিকবার তাকে বিয়ের প্রস্তাবও দেন। কিন্তু বারবার সেই প্রস্তাব ফিরিয়ে দেয়ায় দিল্লির বাওয়ানা ক্যানালের কাছে লতাকে নিয়ে খুন করেন অভিযুক্ত যুবক।

প্রথমে গলা কেটে হত্যা করেন তাকে। পর তার মরদেহ যেন চেনা না যায় সেজন্য ৫টি টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

কৈলাশনাথ কাটজু মার্গ পুলিশ স্টেশনে ক্যানাল থেকে দেহ উদ্ধারের পর মামলা দায়ের করা হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে দিল্লির তুর্কমান গেট থেকে ঘাতক আইয়ুবকে গত শুক্রবার গ্রেফতার করে পুলিশ।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।