চিলিতে সুনামির আঘাত


প্রকাশিত: ১১:৫৫ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫

চিলিতে শক্তিশালী ভূমিকম্পের পর উপকূলের কিছু এলাকায় সুনামি আঘাত হেনেছে। এ ঘটনার পর দেশটির অন্তত ১০ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

এর আগে বুধবার স্থানীয় সময় রাত ১১টার দিকে চিলির উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত পাঁচজন নিহত হয়। ভূমিকম্পটি আঘাত হানার পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উপকূল সংলগ্ন শহরগুলোতে বন্যার পানি প্রবেশ করেছে। কোকুইম্বো শহরের জনগণ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। শহরটিতে ১৫ ফুট উঁচু সুনামি আঘাত হেনেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ৫৪ মিনিটে চিলির ইল্যাপেল শহর থেকে ৫৫ কিলোমিটার পশ্চিমে ৮ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ইল্যাপেল শহরে ভূমিকম্পে দেয়াল ধসে একজন নারী নিহত হয়েছেন। এ ছাড়া সান্তিয়াগোতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে একজন মারা গেছেন। এছাড়া দেশটির কয়েকটি শহরের বেশ কিছু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

চিলির সঙ্গে সঙ্গে পেরু, যুক্তরাষ্ট্রের হাওয়াই, ক্যালিফোর্নিয়ার বেশ কিছু এলাকা ও নিউজিল্যান্ডেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালের ফেব্রুয়ারিতে চিলিতে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ঘটনায় অন্তত পাঁচ শতাধিক লোকের প্রাণহানি ঘটে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।