স্ত্রীর ইচ্ছাপূরণে ১৮ মিনিটের জন্য হেলিকপ্টার ভাড়া করলেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৯

স্ত্রী জানতে চেয়েছিলেন হেলিকপ্টারের ভাড়া কত? আসলে স্ত্রীর ইচ্ছে হয়েছিল হেলিকপ্টারে চড়ার। আর সেই ইচ্ছে পূরণ করতে, আস্ত একটা হেলিকপ্টারই ভাড়া করে ফেললেন ভারতের রাজস্থানের এক স্কুল শিক্ষক। সস্ত্রীক স্কুল শিক্ষককে হেলিকপ্টারে চড়তে দেখার জন্য দল বেঁধে ভিড় জমালেন এলাকার মানুষ।

জয়পুর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে রাজস্থানের মালাওয়ালি গ্রাম। একদিন সেই গ্রামের বাড়ির ছাদে বসে ছিলেন রমেশচন্দ মীন ও তার স্ত্রী সোমোতি। সেই সময় মাথার ওপর দিয়ে উড়ে যায় একটি হেলিকপ্টার। কৌতূহলের ছলেই রমেশের স্ত্রী সোমোতি জিজ্ঞাসা করেন, হেলিকপ্টারে চড়তে কত টাকা নেয়?

প্রশ্নের সঠিক উত্তর ছিল না রমেশের কাছে। কিন্তু তার মনে কথাটা গেঁথে যায়। তিনি তখনই ঠিক করে নেন স্ত্রীর হেলিকপ্টারে চড়ার ইচ্ছা পূরণ করবেন।

যেমন ভাবা তেমন কাজ। স্কুলের শিক্ষকতা থেকে অবসর নিলেন শনিবার(৩১ আগস্ট, ২০১৯)। সেই দিনই স্কুল থেকে বাড়ি ফেরার জন্য হেলিকপ্টার ভাড়া করেন। হেলিকপ্টারে চড়ে স্ত্রী ও নাতিকে নিয়ে বাড়ি ফেরেন রমেশ। আর তাদের দেখতে বাড়ির সামনে প্রচুর মানুষ ভিড় করেন।

স্ত্রীর ইচ্ছা পূরণ করতে নয়াদিল্লির একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করেন রমেশ। সেখান থেকে জানানো হয় হেলিকপ্টারের ভাড়া পড়বে ৩ লাখ ৭০ হাজার টাকা। রাজি হয়ে যান স্কুল শিক্ষক রমেশচন্দ মীন।

মাত্র ১৮ মিনিটে পৌঁছে যান বাড়িতে। হেলিকপ্টার থেকে নেমে রমেশ বলেন, অল্প সময় হলেও এটা তার জীবনের অন্যতম সেরা দিন। এটা স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। আনন্দবাজার।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।