সরকার শিক্ষকদের মর্যাদা বাড়িয়েছে


প্রকাশিত: ১১:১৮ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষারমান বৃদ্ধি করতে বর্তমান সরকার নিরসলভাবে কাজ করছে। আর এজন্য শিক্ষকদের বেতন বৃদ্ধি করে তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে সরকার।  

বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতর রংপুর বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সকল শিক্ষার্থীদের নিজের সন্তানের মত করে দেখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষায় ঝড়ে পড়া রোধ করে স্বনির্ভর বাংলাদেশ গড়তে সকলকে সহযোগিতা করতে হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতর রংপুর বিভাগের উপ-পরিচালক মহিউদ্দীন আহমেদ তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, মহানগর আওয়ামী লীগের সভাপতি সফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষাড় কান্তি মন্ডল প্রমুখ।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।