ইবোলা নিয়ন্ত্রণে কমপক্ষে ৪ মাস লাগতে পারে


প্রকাশিত: ১১:৪৭ এএম, ২২ অক্টোবর ২০১৪

প্রয়োজনীয় সব ধরণের পদক্ষেপ নিলেও ইবোলা নিয়ন্ত্রণে কমপক্ষে চার মাস সময় লাগবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক সংগঠন রেডক্রসের প্রধান এলহাদ আ সি।

পশ্চিম আফ্রিকায় মরণঘাতি ইবোলায় এখন পর্যন্ত সাড়ে ৪ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ইবোলা আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজারে পৌঁছাতে পারে বলে বিশেষজ্ঞরা আশংকা করছেন। স্পেন ও যুক্তরাষ্ট্রের কয়েকজন স্বাস্থ্য কর্মীও ইবোলায় আক্রান্ত হয়েছেন।

তিনি বলেন, প্রয়োজনীয় সব পদক্ষেপ যথাযথভাবে পালন করা হলে আগামী চার থেকে ছয় মাসের মধ্যে ইবোলা নিয়ন্ত্রণ করা যাবে। মরণঘাতি ইবোলা নিয়ন্ত্রণে আমরা সম্ভাব্য সব কিছু করছি।

আন্তর্জাতিক রেডক্রস ফেডারেশন ও রেডক্রিসেন্ট সোসাইটিজের প্রধান এলহাদ আ সি ইবোলা নিয়ন্ত্রণে আক্রান্তদের সুচিকিৎসা, রোগীদের আলাদা রাখা ও মৃত ব্যক্তিদের নিরাপদে সমাহিত করাসহ বেশ কয়েকটি পদক্ষেপের কথা উল্লেখ করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।