জাকারবার্গের ঘটকালিতে যুক্তরাষ্ট্র থেকে উড়ে এলেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ২৮ আগস্ট ২০১৯

মার্ক জাকারবার্গের যুগে ফটো নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ঘটকালির দিন শেষ। জাকারবার্গের আবিষ্কার ফেসবুকের সৌজন্যে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তের চার হাত এক হচ্ছে। এবার সুদূর যুক্তরাষ্ট্র থেকে উড়ে এলেন তরুণী। বাঁধলেন ঘর।

ফেসবুকে প্রথমে বন্ধুত্ব, তারপরে একে অপরের সঙ্গে ফোন নম্বর আদান-প্রদান ৷ বিদেশিনী সাত সমুদ্র পাড়ি দিয়ে ছুটে এসেছেন উপমহাদেশে। যার সঙ্গে ঘর বেঁধেছেন তার নাম পবন কুমার৷ তিনি দাবি করেছেন, প্রথমে বিদেশিনীর ফ্রেন্ড রিকোয়েস্ট পান তিনি। ফ্রেন্ড করে নেয়ার পর থেকেই শুরু একে অপরের সঙ্গে চ্যাটিং ৷ তারপর ভেসেছেন প্রেমের জোয়ারে।

পবন কুমারের মা জানিয়েছেন, ছেলে-বউকে নিয়ে তিনি বেশ খুশি ৷ পুত্রবধূর ভাষা না বুঝতে পারলেও ভালো লাগছে তার ৷ তিনি বিশ্বাস করেন, বউমা আস্তে আস্তে তাদের ভাষা বুঝতে পারবেন ৷ তখন মানিয়ে নিতে অসুবিধা হবে না।

ভারতের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, পবন কুমারের বাড়ি ভারতের অমৃতসরে। তবে ওই বিদেশিনীর নাম জানা যায়নি।

এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।