আরিফুলের ৯ স্বর্ণ জয়


প্রকাশিত: ১২:২৫ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫

মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠানরত ‘মীর আকতার হোসেন লিমিটেড জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা`য় দ্বিতীয় দিন শেষে বিকেএসপির আরিফুল ইসলাম  ৯ স্বর্ণ ও ১ রৌপ্য জিতেছে। যা এখন পর্যন্ত ব্যক্তিগত সর্বাধিক পদক। এর মধ্যে সে জাতীয় রেকর্ড করেছে ৫টি। একই দলের সোনিয়া খাতুন জিতেছে ৮ স্বর্ণ, যা মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি (১টি জাতীয় রেকর্ডসহ)।

৩৪টি ডিসিপ্লিনের মধ্যে ৬টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়েছে। এ পর্যন্ত মোট ১৬টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়। দ্বিতীয় দিন শেষে বিকেএসপি ৪৯ স্বর্ণ, ৪১ রৌপ্য, ২৩ তাম্র পদক পেয়ে পদক তালিকার শীর্ষে রয়েছে। বাংলাদেশ আনসার ১৮ স্বর্ণ, ১৮ রৌপ্য ও ১০ তাম্র পদক পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

বুধবার নতুন জাতীয় রেকর্ড হয়েছে (হ্যান্ড টাইমিংয়ে)- ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে (১৮-২০ বৎসর যুব) আরিফুল ইসলাম (বিকেএসপি, ২ মিনিট ৩৩.৭৫ সেকেন্ড), ২০০ মিটার ব্যাক স্ট্রোকে (১৮-২০ বৎসর যুব) আরিফুল ইসলাম (বিকেএসপি, ২ মিনিট ৩০.৫৯ সেকেন্ড), ৫০ মিটার ফ্রি স্টাইলে (১০ বৎসর বালিকা) রূপা খাতুন (বিকেএসপি, ৩২.৮৮ সেকেন্ড), ১০০ মিটার বাটারফ্লাইয়ে (১৮-২০ বৎসর যুবতী) সোনিয়া খাতুন (বিকেএসপি, ১ মিনিট ১৬.২৭ সেকেন্ড), ২০০ মিটার বাটারফ্লাইয়ে (১৫-১৭ বৎসর বালিকা) মিতু আক্তার (বাংলাদেশ আনসার, ৩ মিনিট ১.৩ সেকেন্ড), ১০০ মিটার ফ্রি স্টাইলে (১৮-২০ বৎসর যুব) আরিফুল ইসলাম (বিকেএসপি, ৫৬.৫৯ সেকেন্ড)।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।