নেপালের পার্লামেন্টে নতুন সংবিধান অনুমোদন


প্রকাশিত: ১২:০৬ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫

নেপালের পার্লামেন্টে অনুমোদন পেলো দেশটির নতুন সংবিধান। সংসদ সদস্যের ভোটের মাধ্যমে বুধবার রাতে তা পাস হয়। ভোটাভুটিতে ৫০৭ সংসদ সদস্যই নতুন সংবিধানের পক্ষে ভোট দেন। এর বিপক্ষে পড়ে ২৫ ভোট।

নতুন এ সংবিধান অনুমোদনের ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। এক টুইটে তিনি এই সংবিধানকে নেপালিদের জন্য গর্বের বলে উল্লেখ করেছেন।

তবে এ সংবিধানের বিপক্ষে দেশটিতে বিক্ষোভ প্রদর্শন করেছে সংখ্যালঘু সম্প্রদায়গুলো। বিক্ষোভে এ পর্যন্ত ৪০ জন নিহত হয়েছেন। তাদের দাবি, নতুন সংবিধানের আইনগুলো বৈষম্যমূলক।

এদিকে দেশটিকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি তুলে বিক্ষোভ করেছে হিন্দু সংগঠনগুলো।

নতুন এ সংবিধান অনুযায়ী ৭টি প্রদেশে বিভক্ত হবে নেপাল।

এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।