মেক্সিকোতে বারে অগ্নিকাণ্ড, নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ২৮ আগস্ট ২০১৯

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর কোটজাকোলাকোস শহরের একটি বারে (পানশালা) অগ্নিকাণ্ডের ঘটনায় ২৩ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। বাংলাদেশ সময় বুধবার বিকেলে বারটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এক অনলাইন প্রতিবেদনে জানিয়েছে, হামলাকারীরা বারের ভেতর ঢুকে আগুন লাগিয়ে দেয়। তাদের ওই হামলায় আটজন নারীসহ মোট ২৩ জন নিহত হয়েছেন। তবে আহত ১৩ জনের অবস্থা কেমন তা তৎক্ষণাৎ জানা যায়নি।

ঘটনাস্থলের ছবিতে দেখা যাচ্ছে, টেবিল-চেয়ার চারাপাশে পড়ে রয়েছে। অনেকে পালানোর চেষ্টা করলেও বন্দুক হামলা থেকে নিজেদের বাঁচাতে পারেননি। ভেরাক্রজ প্রদেশের সরকারি প্রসিকিউটর কার্যালয় বলছে, হামলাকারীদের আটকে অভিযান শুরু হয়েছে।

প্রদেশটির গভর্নর কুইতলাহুয়াক গার্সিয়া বলেছেন, ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে একটি গ্যাং জড়িত। তিনি এই হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘ভেরক্রুজে এসব অপরাধী চক্রকে আর কোনোভাবেই সহ্য করা হবে না।’ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেযার কথা জানান তিনি।

প্রাদেশিক পুলিশ বলছে, বারটির পানশালাটির নাম বার কাবালো ব্লাঙ্কো। যেটি কোটজাকোলাকোস শহরের একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকায় অবস্থিত। উপসাগর উপকূলবর্তী ওই শহরের মূল শিল্প হলো তেল ও তেল পরিশোধন।

এসএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।