আহমেদ মোহাম্মদকে হোয়াইট হাউজে আমন্ত্রণ
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে বোমা বানানোর অভিযোগে গ্রেফতার ১৪ বছর বয়সী আহমেদ মোহাম্মদকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্ট ওবামা টুইটারে আহমেদকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান।
প্রেসিডেন্ট ওবামা টুইটারে মুসলিম এ কিশোরকে উদ্দেশ্য করে বলেন- `Cool clock, Ahmed. Want to bring it to White House? We should inspire more kids like you to like science. It`s what makes America great.`
এর আগে টেক্সাস সময় সোমবার সকালে নিজের বানানো একটি ডিজিটাল ঘড়ি নিয়ে স্কুলে উপস্থিত হয় আহমেদ মোহাম্মেদ। তবে তার শিক্ষকরা ঐ যন্ত্রটি দেখার পর উদ্বিগ্ন হয়ে পড়ে এবং সেটিকে একটি বোমা মনে করে পুলিশে খবর দেয়। এর কিছুক্ষণ পর জিজ্ঞাসাবাদের জন্য হাতে হাতকড়া পরিয়ে পুলিশ তাকে স্কুল থেকে নিয়ে যায়।
যুক্তরাষ্ট্রে মুসলিম অধিকার নিয়ে কাজ করে এমন একটি সংগঠন বলছে, আহমেদ মোহাম্মদ মুসলিম হবার কারণেই তার সাথে এমন আচরণ করা হয়েছে।
তবে পরবর্তীতে তাকে ছেড়ে দেয়া হলেও তার গ্রেফতারের কড়া সমালোচনা এবং অনেকেই তার প্রতি সমর্থন জানাচ্ছেন। এরই মধ্যে তাকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
এছাড়া ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে #IstandwithAhmed লিখে নাসার বিজ্ঞানীসহ অনেকেই আহমেদের প্রতি সমর্থন জানিয়েছেন এবং স্কুল কর্তৃপক্ষ ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রেসিডেন্ট ওবামা ছাড়াও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও তাকে ফেসবুক সদর দফতরে আমন্ত্রণ জানিয়েছেন।
মার্ক জাকারবার্গ তার ফেসবুকে লেখেছেন-
`You’ve probably seen the story about Ahmed, the 14 year old student in Texas who built a clock and was arrested when he took it to school. Having the skill and ambition to build something cool should lead to applause, not arrest. The future belongs to people like Ahmed. Ahmed, if you ever want to come by Facebook, I`d love to meet you. Keep building.`-
অর্থাৎ- `আপনারা হয়তো খবরটি দেখেছেন যে, টেক্সাসে ১৪ বছরের ছাত্র আহমেদ একটি ঘড়ি বানিয়ে স্কুলে নিয়ে যাওয়ার পর গ্রেফতার হয়েছে। নতুন কিছু বানানোর অভিলাষ এবং দক্ষতার জন্য তার প্রসংশা পাওয়ার কথা, গ্রেফতার নয়। আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে আহমেদের মতো মানুষের উপর। আহমেদ, তুমি যদি কখনও ফেসবুকে আসতে চাও, আমি সাদরে তোমাকে গ্রহণ করবো। বানাতে থাকো নতুন কিছু।
এক সংবাদ সম্মেলনে আহমেদ মোহাম্মেদ বলেন, "আমি এক শিক্ষককে দেখানোর জন্য আমার ঘড়িটি নিয়ে স্কুলে গিয়েছিলাম। কিন্তু পরে পুলিশ আসে এবং আমাকে গ্রেফতার করে। ওরা আমাকে বলেছিল যে, আমি নাকি একটি নকল বোমা বানানোর অপরাধ করেছি।”
আহমেদের বাবা মোহাম্মেদ এলহাসান যুক্তরাষ্ট্রে এসেছেন সুদান থেকে। তিনি অভিযোগ করেন, নামের কারণেই তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। তবে তার এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
# বোমা তৈরির গুজব ছড়িয়ে মুসলিম কিশোরকে আটক করলো পুলিশ
আরএস/এমএস