কৃষ্ণের মতো বাঁশি বাজালেই বেশি দুধ দেবে গরু : বিজেপি এমএলএ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২৭ আগস্ট ২০১৯

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতা দাবি করেছেন, যদি ‘ভগবান শ্রীকৃষ্ণের’ মতো করে একই সুরে বাঁশি বাজানো যায় তাহলে প্রতিটা গরু বেশি করে দুধ দেবে। দেশটির জাতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ভারতের আসাম রাজ্যের ওই বিজেপি বিধায়কের (এমএলএ) নাম দিলীপ কুমার পাল। তিনি আসামের শিলচরের বারাক উপত্যকা থেকে নির্বাচিত। তার সংসদীয় আসনে গত শনিবার আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি এমন দাবি করেন।

মঙ্গলবার এমএলএ পাল বলেন, ‘আমি উপস্থিত জনতাকে সঙ্গীত এবং নৃত্যের ইতিবাচক ভূমিকা সম্পর্কে বলেছি। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে, গরু যদি বাঁশির সুর শোনে, ভগবান কৃষ্ণ যেভাবে বাঁশি বাজাতেন ঠিক সেরকম, তাহলে তাদের (গরুদের) দুধ উৎপাদন বাড়বে।’

কোন বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে তিনি এমন দাবি করছেন জানতে চাওয়া হলে বিধায়ক পাল বলেন, ‘গুজরাটভিত্তিক একটি বেসরকারি সংস্থা (এনজিও) কয়েক বছর আগে কিছু গবেষণা করেছিল। তাদের সেসব গবেষণায় বাঁশির সুরের সঙ্গে গুরুর দুধ উৎপাদন বৃদ্ধির সম্পর্ক রয়েছে।’

আসামের ওই বিজেপি বিধায়ক বলেন, ‘বিদেশি গরুর চেয়ে ভারতীয় গরুর দুধ আলাদা। স্বাদে, মানে আর পুষ্টিতে ভারতীয় গুরুর দুধের থেকে বিদেশি গরুর দুধের মান, পুষ্টি ইত্যাদি অনেক কম। তাছাড়া বিদেশি গরুর দুধ সম্পূর্ণ সাদা কিন্তু ভারতীয় গরুর দুধের রঙ কিছুটা হলুদাভ।’

এমএলএ উদ্বেগ প্রকাশ করে বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে অনেক গরু বাংলাদেশে চোরাচালান করা হচ্ছে। শুধু আসাম নয়, পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং ত্রিপুরা সীমান্ত হয়েও অনেক গরু বাংলাদেশে যাচ্ছে। এসব বন্ধ করতে হবে।

রাজ্য বিধানসভার সাবেক এই ডেপুটি স্পিকার বলেন, “আমরা গরুকে ‘গোমাতা’ বলে সম্বোধন করি। কিন্তু প্রতি বছর হাজার হাজার গরু বাংলাদেশে চোরাচালান করা হচ্ছে। এটা আমাদের বন্ধ করতে হবে “

এসএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।