বাণী-বচন : ১৭ সেপ্টেম্বর ২০১৫


প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

ভাগ্য
ললাট লিখন খণ্ডান না জাএ। – বড়ু চণ্ডীদাস

ভাগ্যকে ঘষে সাফ করবার উপায় নেই। – সৈয়দ ওয়ালীউল্লাহ

ভাগ্য হচ্ছে অজস্র সুষ্ঠু কর্ম সুষমার ফল। – ইমারসন

ভাগ্য কখনো বোকাদের সাহায্য করে না। – বার্নবি গুজ

ভাগ্যের সুফল নিজে এতটুকু ভোগ করে যেতে পারে না। – জুভেনাল

বচন
বাহির বাড়ি লণ্ঠন
ভিতর বাড়ি ঠনঠন।
অর্থ: যারা ধনের বড়াই করে তাদের প্রকৃত রূপ প্রকাশকারীদের স্বরূপ প্রকাশে-এ কথা বলা হয়ে থাকে।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।