ভারতে কারাভোগ শেষে ফিরলেন তিন বাংলাদেশি


প্রকাশিত: ১২:৫১ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫
বেনাপোল চেকপোস্ট : ফাইল ছবি

ভালো কাজের প্রলোভনে পাচার হওয়া তিন বাংলাদেশি ভারতে আটকের পর কারাভোগ শেষে দেশে ফিরেছেন। বুধবার সন্ধ্যা ৬টায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ দুই বছর পর ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে সোপর্দ করে।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার টিলা গ্রামের হোসেন মোল্লার ছেলে ইসরাইল হোসেন (৪০), বগুড়ার শেরপুর উপজেলার কিশনাপুর গ্রামের আব্দুল্লা প্রামানিকের ছেলে গোলাম রব্বানী (২৯) ও বরিশালের গোখরাকান্দি উপজেলার বেজগাতি গ্রামের মান্নান কবিরাজের ছেলে সাইফুল কবিরাজ (৩৪)।

বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের ওসি (তদন্ত) মোমিনুল হক জানান, ভারতীয় ইমিগ্রেশন পুলিশ এই তিনজন বাংলাদেশিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। পরে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়।

এদিকে অবৈধ পথে ভারত থেকে দেশে ফেরার সময় ১৩ বাংলাদেশিকে নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার সন্ধ্যা ৭টার দিকে বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন যশোরের মজিদ মল্লিকের ছেলে আলামিন মল্লিক (১৮), খুলনার আইয়ুব আলীর ছেলে সোহাগ (৩৪), প্রসাদ ঘোষের ছেলে অপু কুমার ঘোষ (২৮), দেব প্রসাদ ঘোষের মেয়ে মামপি ঘোষ (১৮), দেব প্রসাদের স্ত্রী ছবি রানী ঘোষ (৪৮), গোপালগঞ্জের জিতেন মন্ডলের স্ত্রী সুচিত্রা মন্ডল (৪০), মনিকৃষ্ণ বিশ্বাসের ছেলে তাপস বিশ্বাস (২০), পিরোজপুরের আলাউদ্দিনের ছেলে তুহিন (২৬), বনি আমিন সিকদারের ছেলে আনিস সিকদার (৩৪), মাদারীপুরের রাশেদ সরদারের ছেলে ইমরান সরদার (২৪), নোয়াখালীর আবুল কালামের ছেলে দেলোয়ার (১৯), ইয়ার আলীর ছেলে ইব্রাহীম (২৪) ও ফরিদপুরের দয়াল বিশ্বাসের ছেলে পাগলা বিশ্বাস (৫০)।

জামাল হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।