চাঁদপুরে চার দিনব্যাপি আয়কর মেলা শুরু


প্রকাশিত: ০৯:৫৭ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

চাঁদপুর কর অঞ্চল কুমিল্লার আয়োজনে চার দিনব্যাপি আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার হলরুমে এ মেলার উদ্বোধন করেন চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহম্মেদ।

চাঁদপুর অঞ্চলের সহকারী কর কমিশনার এবিএম কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চাঁদপুর কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা ও সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন।

বক্তারা বলেন, আয়কর মেলা মানুষকে কর দিতে উৎসাহ যোগায়। নিজ উদ্যোগে কর দিলে এ ধরনের মেলার আয়োজন প্রয়োজন ছিলো না। কর প্রদান করলে রাষ্ট্রের মূল আয় বাড়ে। সরকারের দায়িত্ব নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা। নাগরিকের দায়িত্বে কর প্রদান করে রাষ্ট্রীয় কর্মকাণ্ডকে সহযোগিতা করা।

চাঁদপুরে ২০১৪ সালে কর আদায় হয়েছে ৪২ কোটি টাকা। আগামী বছর এ অঞ্চলকে ৫৩ কোটি টার্গেট দেয়া হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত করদাতাদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে শহরের ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আয়কর অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইকরাম চৌধুরী/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।