বিয়ার গ্রিলসের সঙ্গে হিন্দি বলছিলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৪ এএম, ২৬ আগস্ট ২০১৯

সম্প্রতি সম্প্রচারিত ম্যান ভার্সেস ওয়াইল্ডের একটি এপিসোডে দুঃসাহসিক অভিযাত্রিক বিয়ার গ্রিলসের সঙ্গে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এপিসোডে দেখা যায়, গভীর অরণ্যে অ্যাডভেঞ্চারে মেতেছেন মোদি।

কখনও তারা গভীর জঙ্গলে বর্শা নিয়ে হাঁটছেন আবার কখনও নদীতে ভাসছেন। পাহাড়ি নদীর হাঁড় কাঁপানো পানিতেও নেমে যান মোদি। ত্রিপলের ভেলায় ভাসলেন খরস্রোতা নদীর পানিতে।

বিয়ার গ্রিলসের সঙ্গে পুরোটা সময় কীভাবে কাটিয়েছেন, কীভাবে কপোপকথন করেছেন তা জানালেন নরেন্দ্র মোদি। রোববার (২৫ আগস্ট) মন কি বাত অনুষ্ঠানের মাঝেই উঠে আসে তার ম্যান ভার্সেস ওয়াইল্ড প্রসঙ্গ।

আলোচনার মাঝে বিয়ার গ্রিসলের সঙ্গে অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতার কথা জানতে চাইলেন এক উত্সুক ছাত্রী। সেই প্রশ্নের উত্তরে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন মোদি।

তিনি বলেন, একটা এপিসোডের মাধ্যমে আমার সঙ্গে বিশ্বের যুবসমাজ যে এভাবে জুড়ে যাব তা ভাবিনি কখনও। আগে যেখানেই গিয়েছি সকলে আমার ফিটনেস ও যোগচর্চা নিয়ে প্রশ্ন করতেন। এখন সকলে আমায় ওই এপিসোড ও পরিবেশ রক্ষায় আমার চিন্তাধারা নিয়ে আলোচনা করেন।

মোদি বলেন, বিশ্বের ১৬৫টি দেশে সম্প্রচারিত হয়েছিল ওই এপিসোড। যুবসমাজকে পরিবেশ রক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি করেছে ম্যান ভার্সেস ওয়াইল্ড।

বিয়ার গ্রিলসের সঙ্গে মোদি কীভাবে কথা বলছিলেন, তা নিয়েও প্রশ্ন করছেন অনেকে। উত্তর মোদি বলেন, পুরোটাই প্রযুক্তির খেলা। বিয়ারের কানে একটি ছোট যন্ত্র ছিল। আমি যখন হিন্দিতে কথা বলছিলান, সেটিই প্রযুক্তির সাহায্যে ইংরেজিতে শুনতে পাচ্ছিলেন বিয়ার।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।