টানা ৯০ ঘণ্টা সাইকেল চালালেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১২ এএম, ২৬ আগস্ট ২০১৯

টানা ৯০ ঘণ্টা সাইকেল চালিয়ে ১,২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফ্রান্সে রেকর্ড গড়লেন এক ভারতীয় কর্মকর্তা।

ফ্রান্সের প্রাচীনতম সাইকেল ইভেন্টে এই কৃতিত্ব অর্জন করা কর্মকর্তার নাম অনিল পুরী। ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পদে কর্মরত রয়েছেন তিনি।

গত ২৩ অগস্ট থেকে শুরু হয় ওই ইভেন্ট। এ ইভেন্টে সম্পূর্ণ সার্কিট অতিক্রম করেন ৫৬ বছর বয়সী ওই সেনাকর্মকর্তা।

ভারতীয় সেনাবাহিনী এক টুইটে এ খবর জানিয়েছে। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাকে অভিন্দন জানানো হচ্ছে। এই বয়সেও যেভাবে টানা ৯০ ঘণ্টা সাইকেল চালানোয়, লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরীর প্রশংসা করেছেন সবাই।

প্যারিস-ব্রেস্ট-প্যারিস সাইকেল ইভেন্ট নামের এই ইভেন্ট শুরু হয়েছিল ১৯৩১ সালে। তারপর থেকে এ ইভেন্টে পুরো সার্কিট শেষ করতে পেরেছেন ৩১ হাজার ১২৫ জন। এর মধ্যে প্রথম লেফটেন্যান্ট জেনারেল পদের কর্মকর্তা হিসেবে ভারতীয় সেনাবাহিনীর একজন নাম লেখালেন।

জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।