নঈম নিজামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় জাবিসাসের উদ্বেগ


প্রকাশিত: ০৭:৪৯ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)।

বুধবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংগঠনের কার্যালয়ে জাবিসাস সভাপতি বেলাল হোসাইন রাহাত-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এই উদ্বেগ জানানো হয়।

এছাড়া সংবাদ বিজ্ঞপ্তি আরো বলা হয়, প্রকাশিত সংবাদের ভিত্তিতে যে মামলা করা হয়েছে সেটা উদ্দেশ্য প্রণোদিত বলে জাবিসাস মনে করে। এটা মত প্রকাশ ও সংবাদপত্রের  স্বাধীনতার পরিপন্থি এবং সাংবাদিকতার পেশাদারিত্বের জন্য হুমকিস্বরূপ।

সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি পুনঃবিবেচনা করার জন্য জাবিসাস আদালতের কাছে সবিনয় অনুরোধ জানায়।

জরুরি সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ সুজন, সহ-সভাপতি সানাউল্লাহ মাহীসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

হাফিজুর রহমান/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।