শ্রীলঙ্কার যুদ্ধাপরাধ : বিশেষ আদালত গঠনের আহ্বান জাতিসংঘের


প্রকাশিত: ০৫:৩৯ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

শ্রীলঙ্কার যুদ্ধাপরাধের বিচারের জন্য বিশেষ আদালত গঠনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল। দেশটিতে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের সময় সরকার ও তামিল টাইগার বিদ্রোহীরা এ যুদ্ধাপরাধ করেছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে। খবর বিবিসির।

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালে যুদ্ধশেষের সময়ে দেশটিতে মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে উভয় পক্ষ। দেশটির যুদ্ধাপরাধের বিচারে নতুন আদালত গঠিত হলে বিদেশি বিচারক ও তদন্তকারীদের নিয়োগ করা হতে পারে। কিন্তু শ্রীলঙ্কা এই আদালত গঠনের বিরোধিতা করে আসছে।

মানবাধিকার কাউন্সিলের এক পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটিতে যুদ্ধ শেষের দিকে অন্তত ৪০ হাজার তামিল বিদ্রোহীকে হত্যা করা হয়েছে।

চলতি সপ্তাহে শ্রীলঙ্কার নতুন সরকার দেশটিতে গৃহযুদ্ধের সময় সংগঠিত অপরাধের বিচারে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের পরিকল্পনার কথা জানিয়েছে।

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কর্মকর্তা জায়েদ রাদ আল হুসেইন শ্রীলঙ্কায় মানবাধিকার লঙ্ঘনকারী সরকারি কর্মতাদেরকে চাকরিচ্যুত করার আহ্বান জানিয়েছেন।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।