ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


প্রকাশিত: ০৫:৩৮ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইশত ফুট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ ও ৭টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং দুইজনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে সদর উপজেলার কালিশীমা ইউনিয়নের শালগাঁও গ্রামে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।

এছাড়া অভিযান চলাকালে গ্যাস সংযোগ প্রদানে ব্যবহৃত একটি ওয়েল্ডিং জেনারেটসহ বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।

নির্বাহী ম্যজিস্ট্রেট সাব্বির আহমেদ জাগো নিউজকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শালগাঁও গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে প্রায় দুইশত ফুট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ ও ৭টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে মো. সোহেল মিয়াকে ৫ হাজার ও মাতব রাজা মিয়াকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, ভ্রাম্যমাণ আদালতের অবৈধ গ্যাস সংযোগ বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (সেবা) প্রকৌশলী মো. আবু জাফর, ব্যবস্থাপক (বিক্রয়) মনিরুল হক, সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, ট্যাকনিশিয়ান মো. ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।

আজিজুল আলম সঞ্চয়/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।