প্রথমবার টিকিট কেটেই বাজিমাত, কোটি টাকার লটারি জয়

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:০২ পিএম, ২২ আগস্ট ২০১৯

প্রথমবারই লটারি টিকিট কেটেছিলেন যুক্তরাষ্ট্রের সাম লটন নামের এক তরুণ। টিকিট কেনার এক মাস আগে লটারি জয়ী ডিন ওয়েমিসকে টেলিভিশনে দেখে তারও ইচ্ছে হয়েছিল। কিন্তু কখনো ভাবেননি যে এমন ভাগ্যও তার কপালে লেখা রয়েছে।

বাংলাদেশি মুদ্রায় ১৩০ টাকার একটি লটারির টিকিট কাটেন ১৯ বছরের ওই তরুণ। মাত্র ৯০ মিনিটের মধ্যেই জিতে যান বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

মোবাইল অ্যাপ থেকে লটারির টিকিট কাটেন সাম। কিছুক্ষণের মধ্যে তার নম্বরের সঙ্গে লটারির নম্বর মিলে গেলে হতচকিত হয়ে যান তিনি। তবে এই বিপুল অঙ্কের টাকা জিতে মাটি থেকে পা সরেনি সামের।

এই টাকা নিয়ে ভবিষ্যতে কী করবেন, সে পরিকল্পনা করছেন তিনি। তবে হঠাত্ এই টাকা পাওয়ায় স্বাভাবিকভাবেই চরম খুশিতে আছেন সাম।

লটারিতে জেতা টাকা দিয়ে তিনি প্রথমেই গাড়ি চালানো শিখতে চান। এরপর নিজস্ব বাড়ি বানানোর জন্য কিছু সঞ্চয়ও করতে চান। সবশেষে ২০ বছর বয়সী বান্ধবী কোনিকে নিয়ে নিউইয়র্কে ছুটি কাটাতে চান সাম।

এসআইএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।