মর্গ থেকে লাশের চোখ উধাও, চিকিৎসক বললেন ইঁদুরে খেয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২২ আগস্ট ২০১৯

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি হাসপাতালের মর্গ থেকে এক মৃত ব্যক্তির চোখ উধাও হয়েছে। ওই ব্যক্তির মরদেহ তার পরিবারের সদস্যদের হাতে হস্তান্তরের সময় দেখা যায় মৃত ব্যক্তির চোখ নেই। পরে অভিযোগ করা হলে হাসপাতালের চিকিৎসকরা জানান, মরদেহ মর্গে ছিল। সেখানে ওই ব্যক্তির চোখ ইঁদুর খেয়ে ফেলেছে।

মঙ্গলবার কলকাতার রাজ্য পরিচালিত হাসপাতালের কর্মকর্তারা এই অভিযোগ পেয়ে তদন্তের নির্দেশ দেন। রোববার রাস্তায় পড়ে মাথায় চোট পেয়েছিলেন ৬৯ বছরের শম্ভুনাথ দাস। পরে তাকে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।

মৃত শম্ভুনাথ দাসের ছেলে ময়না সুশান্ত বলেন, তদন্তের পর যখন মরদেহ আমাদের কাছে হস্তান্তর করা হয়েছিল, তখন আমরা দেখতে পেলাম যে বাবার চোখ ছিল না। আমরা যখন জানতে চাই তখন মর্গের কয়েকজন কর্মচারী বলেন, তার চোখ ইঁদুরে খেয়ে ফেলেছে।

তিনি লিখিতভাবে পুরো বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। সুশান্ত কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়ার পরই বিষয়টি নিয়ে হাসপাতাল চত্বরে হৈ চৈ পড়ে যায়। এনডিটিভি।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।