প্যারিসে হাসপাতালে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১৯ পিএম, ২২ আগস্ট ২০১৯

ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছেই অবস্থিত একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৮ জন।

কৃর্তপক্ষ জানিয়েছে, বুধবার রাতে প্যারিসের উপকণ্ঠে অবস্থিত হেনরি মনদডোর হাসপাতাল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার মধ্যরাতে আগুনের সূত্রপাত ঘটে। তবে কয়েক ঘণ্টার প্রচেষ্টায় বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তবে কী কারণে ওই হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। প্যারিসের বেসরকারি হাসপাতালের প্রধান মার্টিন হির্চ এক টুইট বার্তায় বলেন, হেনরি মনডোর হাসপাতাল কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে। দমকল কর্মীদের প্রচেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।