প্রিয়াঙ্কাকে শান্তিদূতের পদে চায় না পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৯ এএম, ২২ আগস্ট ২০১৯

কয়েকদিন আগে এক পকিস্তানি নারীর সঙ্গে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা চোপড়ার ঠান্ডা লড়াই চলে। এরপর এক পাকিস্তানি অভিনেত্রী দাবি করেন, প্রিয়াঙ্কা চোপড়াকে জাতিসংঘের 'গুড উইল অ্যাম্বাসাডর' পদ থেকে সরিয়ে দেয়া হোক। সেই একই দাবিতে এবার মাঠে নেমেছে পাকিস্তান সরকারও।

জাতিসংঘের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে পাকিস্তান। চিঠিতে ভারতের বিরুদ্ধে ৩৭০ ধারা ইস্যুতে ক্ষোভ উঠে এসেছে পাকিস্তানের। সেখানে লেখা হয়েছে, মোদি সরকারের হিংসাত্মক মনোভাবকে যেভাবে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সমর্থন করছেন, তাতে তা যুদ্ধের মনোভাব প্রকাশ পাচ্ছে।

পাশাপাশি, পাকিস্তান দাবি করেছে, প্রিয়াঙ্কা চোপড়া দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধকে সমর্থন করেন। তাই পাকিস্তানের দাবি, যদি প্রিয়াঙ্কাকে রাষ্ট্রসংঘের 'গুড উইল অ্যাম্বাসাডর ফর পিস' পদ থেকে এখুনি সরানো না হয়, তাহলে তা পদটির অপমান হবে।

এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।