বাসদ-সিপিবির কর্মসূচিতে সংঘর্ষ : আহত ৩০


প্রকাশিত: ০১:৫১ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

সড়ক অবরোধকে কেন্দ্র করে রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৮ জনকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে বুধবার বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করলে দুপুর ১২টা থেকে কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট, টিয়ার শেল ও ফাকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ নারী ও জেলা বাসদের সমন্বয়ক আব্দুল কদ্দুসসহ ১০ জনকে গ্রেফতার করেছে।

এদিকে, সংঘর্ষের কারণে রংপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল ১ ঘণ্টা বন্ধ হয়ে পড়ে। মিঠাপুকুরে থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মিঠাকুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) হুমায়ুন কবীর জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।