মৌলভীবাজারে মহসিন আলীর মরদেহ
সমাজকল্যাণমন্ত্রী ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর মরদেহ মৌলভীবাজারে পৌঁছেছে।
বুধবার বেলা ১২টা ২৫ মিনিটে মরদেহবাহী হেলিকপ্টার মৌলভীবাজার স্টেডিয়ামে অবতরণ করে। এসময় মরদেহবাহী হেলিকপ্টারে ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজ, হুইপ ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আংশিক আসনের এমপি মো. শাহাব উদ্দিন, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের এমপি ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ আবদুস শহীদ।
মৌলভীবাজার স্টেডিয়ামে হেলিকপ্টার অবতরণের পর একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যাওয়া হয় মৌলভীবাজার শহরের ৩৬ শ্রীমঙ্গল রোড বেরীরপাড় (দর্জিমহল) এলাকায় মন্ত্রীর নিজ বাড়িতে। সেখানে দুপুর দেড়টা পর্যন্ত আত্মীয়-স্বজনরা শেষ শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ নেয়া হবে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে।
শহীদ মিনারে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর বিকেল ৪টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
পরে হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) এর দরগাহ প্রাঙ্গণে সৈয়দ মহসিন আলীর মরদেহ দাফন করা হবে।
# সংসদের দক্ষিণপ্লাজায় মন্ত্রী মহসিনের জানাজা অনুষ্ঠিত
ছামির মাহমুদ/এমএএস/পিআর